মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আজাদ হোসেন আওলাদকে কোন মামলা ছাড়াই জনসম্মুখে কিশোরগঞ্জ থানা ওসির নির্দেশে থানার একটি পুলিশ টিম তাকে টেনে হিজড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেন। সেখানে ভিডিও চিত্র এবং শিক্ষার্থীদের মুখে শোনা যায় একজন মুখ ভরা দাড়ি, গায়ে লাল গেঞ্জি পরা, কনস্টেবল মনজুরুল অমানবিক নির্যাতন করেন এবং অসৎ আচরণ করেন সেই গণমাধ্যম কর্মীর সাথে সেটা কোনভাবে পুলিশ প্রশাসনদের পক্ষ থেকে কাম্য নয়। এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি। জেলা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম বলেন আজাদ হোসেন আওলাদ সে এদেশের একজন নাগরিক, তার সকল ধরনের অধিকার রয়েছে, তার বিরুদ্ধে মামলা থাকতেই পারে, সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পার পুলিশ প্রশাসন। কিন্তু সেটা না করে তারা মানবাধিকার লংঘন করার মতে কাজ করে নির্বিচারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আওলাতকে কোন মামলার ছাড়াই গ্রেফতার করে নিয়ে যান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ সে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন, এবং গরিব অসহায় পরিবারের সন্তান আজাদ হোসেন আওলাদ তার দিকে তাকায়াছেন পুরো পরিবারের, আটজন মানুষের খোরাক যোগানো এই আওলাদ, তাকে গ্রেফতারের বিষয়টি ভালো চোখে দেখতেছেন না সচেতন মহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, এবং বিভিন্ন সাংবাদিক সংস্থা, সহ মানবাধিকার সংগঠনগুলো।