পর্ব-০১
রেদওয়ানা আফরিন
সার্টিফিকেট থাকা দন্ত চিকিৎসকের পাশাপাশি বরগুনায় ভুয়া দন্ত চিকিৎকের ছড়াছড়ি চলছে। এ ঘটনার অনুসন্ধ্যানে গেলে বরগুনার দন্ত চিকিৎসক কলি তার স্বামীর সহযোগীতায় সংবাদ কর্মীর মোবাইল কেড়ে নিয়ে প্রমান লোপাটের চেষ্টা চালিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে বরগুনার সদর ঘাট জামে মসজিদ সংলগ্ন দন্ত ডিকিৎক কালি’র ডেবারে মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাটি ঘটে।
সংবাদ সংগ্রহ করতে যাওয়া এবং হেনস্থার শিকার সংবাদ কর্মী রেদোয়ানা আফরিন বলেন, কয়েকজন রোগীর অভিযোগের প্রেক্ষিতে আমি ওই চেম্বারে যাওয়ার পরই আমার মোবাইল ফোন
কেড়ে নেন চিকিৎসক কলি ও তার স্বামী ইলিয়াছ। আমার মোবাইলে সেই ভিডিও ফুটেজ সংরক্ষিত। পরে আমি ফিরে আসার সময় চিকিৎসক কলি আমার মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে নিজেদের দোষ ঢাকতে এবং সংবাদ বন্ধ করতে তিনি আমার বিরুদ্ধে বরগুনা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মেহেদী কে আমি ঘটনার সম্পূর্ন বিষয়ে খুলে বলেছি এবং সংবাদ হবেই বলে সাফ জানিয়ে দিয়েছি। এছাড়াও বরগুনার বিভিন্ন প্রভাবশালীরা ফোনে আমাকে হুমকি দিয়েছেন বলেও জানিয়েছেন সংবাদ কর্মী রেদোয়ানা আফরিন। এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আপনারা ভুয়া দন্ত চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করুন এবং আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করবেন। তাছাড়া বরগুনায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও
জানান তিনি।