মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বাংলার বর্ষা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করা হয়েছে।
শনিবার ( ১৯ জুলাই ) সন্ধ্যায় উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলার বর্ষা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের
সদস্য ও প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমানের
সভাপতিত্বে বক্তব্য রাখেন আবদুল্লাহ আদিল নান্নু,আলিউল ইসলাম বাদল,নবীউল ইসলাম, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ এর প্রভাষক তাহমিনা বেগম,ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছাড়াও,ছাত্র -ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে বর্ষাকালীন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সেই সাথে বর্ষাকালীন গান, কবিতা ও পরিবেশন করা হয়। এটি একটি উপভোগ্য এবং শিক্ষামূলক আয়োজন ছিল। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য কর্মীরা গান, কবিতা আবৃত্তি, করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান।