1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা, লটারী ভিসা প্রতারক চক্রের ১ জন গ্রেফতার সিংড়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত গোবিন্দগঞ্জে ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার নুরের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আবারও ১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধন ধারী আন্দোলনে নামছেন গাইবান্ধায় ভুয়া সাংবাদিকের আবির্ভাব চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা

সিটি করপোরেশনের রাস্তা দখল করে ইউ জি সির গেট নির্মান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক

এক দিকে টেন্ডার বানিজ্য অপর দিকে প্ল্যান পরিকল্পনায় অনিয়মের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর নির্মানাধীন গেট নিয়ে।শুরুতে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরে আবার সর্ত সাপেক্ষে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।সরেজমিনে গিয়ে দেখা যায় মঞ্জুরী কমিশনের সীমানা অতিক্রম করে সিটি করপোরেশনের রাস্তা কেটে পিলার বসিয়েছে।প্রায় ৫ ফিট্ রাস্তা দখল করে এই গেট নির্মান করছে।এলাকাবাসীর অভিযোগ সিটি করপোরেশনের রাস্তা দখল করে মঞ্জুরী কমিশন গেট বানাচ্ছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে।পরিবেশ নষ্ট হচ্ছে।সিটি করপোরেশন এ বিষয়ে বাধা দিলেও শুনছে না ইউ জি সি কতৃপক্ষ।এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন( ইউ জি সি) ভবনের সামনের গেট ও বাউন্ডারি নির্মানে প্রথমবার টেন্ডার আহ্বান করা হয় এবং তার মূল্য নির্ধারন করা হয় ৫৪,৯৫০০০ (চুয়ান্ন লাখ পঁচানব্বই হাজার) টাকা এবং তা সরকারি আদেশে স্থগিত হয়ে যায়।পরবর্তীতে একই কাজের জন্য পূর্ণরায় দরপত্র আহবান করা হয় এবং তার মূল্য বৃদ্ধি পেয়ে হয়
৫৫,৯৫০০০ (পঞ্চান্ন লাখ পঁচানব্বই হাজার) টাকা যা পূর্বের চেয়ে প্রায় ১,০০০০০ (এক লাখ) টাকা বেশি।এর ফলে প্রায় ১ লক্ষ টাকার বেশি রাজস্ব ক্ষতি হবে সরকারের। আর এ টেন্ডারের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা হলেন উপ-পরিচালক জনাব মাসুদ হোসেন ও সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন। এদের দুই জনের সাথে লিয়াজো করেই একই ঠিকাদার ও তাদের সিন্ডিকেট বারংবার কাজ পেয়ে থাকে।
নথ’- সাউথ ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী মীজা’গালিব আমাদের জানান যে প্রথম বার দেয়া টেন্ডার বিজ্ঞপ্তিতে আমি অংশগ্রহন করি। একই কাজ রিটেন্ডার হওয়াতে আমার মনে অনিয়ম ঘটার সন্দেহ আসে। তারপরও আমি টেন্ডারে অংশগ্রহণ এর প্রস্তুতি নিই। ইতোমধ্যে গত ১৩ তারিখ সরকারী প্রজ্ঞাপন জারি হবার পর আমি সরকারী আদেশের প্রতি সম্মান রেখে আর অংশ নিই নি। এখন দেখছি সরকারী আদেশকে বুড়া আংগুল দেখিয়ে ইউজিসি টেন্ডার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। যেখানে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দরপত্র প্রক্রিয়া স্থগিত রেখেছে। গত ২০ তারিখ দরপত্র উম্মুক্ত করে একদিন গ্যাপ দিয়ে মূল্যায়ন কমিটির সভা আহবান দূনী’তির সুষ্পষ্ট ইংগিত বহন করে। তাও আবার পূর্বের চাইতে ১ লক্ষ টাকা বেশি ব্যয় করে, সরকারী রাজস্ব অপচয় করে।এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved