মোঃ রাসেল মিয়া, ক্রাইম রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ রাসেল রানা দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এ দেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) যে মহৎ উদ্দেশ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্য আজও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে প্রেরণার দীপশিখা জ্বালিয়ে রেখেছে। বিএনপি কখনও স্বৈরশাসনের কাছে মাথা নত করেনি, বরং সর্বদা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে গেছে।”
তিনি আরও বলেন, “আজ যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে, ভোটাধিকার প্রায় বিলীন, তখন বিএনপিই হলো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ভরসাস্থল। বিএনপি জনগণের কণ্ঠস্বর, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। এ দল ত্যাগ স্বীকার করে শহীদদের রক্তের বিনিময়ে জনগণের অধিকার রক্ষার ইতিহাস সৃষ্টি করেছে। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা আজ আমাদের অনুপ্রেরণা।”
রাসেল রানা আরও বলেন, “আমি বিশ্বাস করি, বিএনপির প্রতিটি নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াবে। আমাদের সংগ্রাম কেবল একটি রাজনৈতিক সংগ্রাম নয়, এটি মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল স্মরণ করার দিন নয়, বরং নতুন উদ্দীপনা ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের দিন। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।”
শেষে তিনি বিএনপি পরিবারের সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।