মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল
বরগুনা( আমতলী) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার একমাত্র শিশুপার্কটি সংস্কারের অভাবে দীর্ঘ ২২বছর যাবত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় অভিভাবকদের দাবীর পরিপ্রেক্ষিতে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্কটি সংস্কার করে শিশুদের বিনোদনের জন্য উম্মুক্ত করা হয়।
বৃহস্পতিবার( ৪সেপ্টেম্বর) বিকাল ৪টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো রোকুনুজ্জামান খান সংস্কার শেষে আজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আমতলী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল ইসলাম, আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো:মঈনউদ্দিন মামুন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল খান, আমতলী পৌরসভার হিসাব রক্ষক মো:নাসির প্রমূখ।
উল্লেখ্য ২০০৩ সালে শিশুদের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে তৎকালীন সরকার এলজিইডির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন পূর্ব পাশে খেলার মাঠ ঘিরে একটি শিশু পার্ক স্থাপন করা হয়। মাঠের ভিতরে শিশুদের চিত্ত বিনোদন এবং খেলার জন্য লোহার দোলনা, মই, ছাতা ও বেঞ্চ নির্মাণ করা হয়। পার্কটি স্থাপনের পর শিশুদের আনাগোনা বেড়ে গিয়েছিল। প্রতিদিন প্রায় ১০০ থেকে দেড়’শ শিশু এসে খেলাধুলা করতো। কিন্তু নির্মাণের ২/৩ বছর যেতে না যেতেই পার্কে স্থাপিত লোহার খেলনাগুলোতে মরিচা ধরতে শুরু করে।
এরপর স্থানীয়দের পর্যায়ক্রমে দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো:রোকুনুজ্জামান খানের ঐকান্তিক প্রচেষ্টায় শিশু পার্কটি সংস্কারের উদ্যোগ নেয়।
উপজেলার দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে শিশু পার্কটি চালু হওয়ায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো রোকুনুজ্জামান খান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।।
আমতলী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, আমতলীতে শিশু পার্কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিলো, ছিলনা শিশুদের বিনোদনের কেন্দ্র। এটি সংস্কার করে শিশুদের জন্য চালু করায় ইউএনও প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।