নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ডোমার উপজেলার সোনারায় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান তল্লাশি করে প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স পাঁচমিশালি স্টোর-কে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে দোকান মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
অভিযানকালে অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্যও সহযোগিতা প্রদান করেন।