মোঃ রাসেল মিয়া
সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ২ যুবক ঢাকার টঙ্গী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
জানা যায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ২ যুবক সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিপন মিয়া ও কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে আবু বক্কর তারা সম্পর্কে শালা- দুলাভাই বলে জানা গেছে ।
গত ৯ সেপ্টেম্বর বিশেষ কাজে রাতে শালা -দুলাভাই নিজ বাড়ি হতে নিজের মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে দিন সকালে রিপনের পরিবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন ২ টি বন্ধ পায়। এতে ২ যুবকের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে।
খোঁজা-খেজির একপর্যায়ে ১২ সেপ্টেম্বর সাঘাটা থানা পুলিশ সুত্রে জানতে পারে ঢাকার টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মৃত্যু ২ জনার জাতীয় পরিচয় পএ ও ২ জনার ছবি তাদের পরিবারের লোক জনকে দেখালে তারা চিনতে পায় । পরে পুলিশের কাছে থেকে জানতে পারে রিপন মিয়ার মরদেহ ঢাকা মেডিকেলে আর আবু বক্করের মরদেহ গাজীপুর তাজউদ্দিন মেডিকেলে রয়েছে বলে পুলিশ জানান। ২ যুবকের পরিবার লাশ আনার জন্য ঢাকায় গিয়েছে বলে ঔই পরিবার সুএে জানা গেছে ।