
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: মো: শামীম হাসান সুমন
“মাদককে না বলি, খেলাধুলায় এগিয়ে আসি” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বান্নাখোলা একতা সংঘ। শুক্রবার (২৬ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় কালামপুর ইউনিয়নের দেপাশাই নয়াপাড়া খেলার মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় বান্নাখোলা একতা সংঘ, ধামরাই বনাম মেহেদী স্পোর্টিং ক্লাব, দেপাশাই কারাবিল। খেলায় জয়ী হয়ে বান্নাখোলা একতা সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে প্রদান করা হয় একটি ফ্রিজ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন জনাব ইয়াছিন ফেরদৌস মুরাদ, সভাপতি, ঢাকা জেলা যুবদল। খেলার উদ্বোধন করেন জনাব মোঃ শামসুল হক, পরিচালক, এস.ডি.আই। সভাপতিত্ব করেন জনাব এম.এ. জলিল, সাবেক সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল
জনাব ওবায়দুর রহমান আলাল, সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল
জনাব এম.এ. মালেক গিরী, মেসার্স মক্কা মদিনা এন্টারপ্রাইজ
আয়োজন করে দেপাশাই একতা সংঘ। সার্বিক সহযোগিতা করেন ইতালী প্রবাসী ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামুন।
খেলা শেষে অতিথিরা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলাকে আরও প্রসারিত করতে হবে।”