ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, হাতুড়ি, চাকু ও চারটি লোহার রড জব্দ করা হয়।
আজ শুক্রবার,(০৩ অক্টোবর)২০২৫ (রাত ১১:৩০টা)পুলিশ জানায়,গতকাল বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে ধামরাই থানার এসআই (নিঃ) এসএম কাওসার সুলতান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ধামরাই থানাধীন বাথুলী এলাকায় হেলদি আটা ময়দা সুজি মিলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,১) মোঃ মিজানুর রহমান (৪২), ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে রায়েরবাগ, কদমতলী, ঢাকা।২)হাফিজুর রহমান টুকু(৪৭),বরিশালের উজিরপুর উপজেলার বড়তা গ্রামের বাসিন্দা,বর্তমানে কোনাবাড়ী, গাজীপুর। ৩)ইমরান ব্যাপারী (৩৩),বরিশালের মুলাদী উপজেলার ভেদরিয়া গ্রামের বাসিন্দা, বর্তমানে লালবাগ,ঢাকা।৪)ইলিয়াস কাজী (৩৫), ফরিদপুর জেলার শিবরামপুর মাদার ডাঙ্গীর বাসিন্দা, বর্তমানে মাজার রোড, মিরপুর, ঢাকা ৫)মনির হোসেন (৪৫), ভোলা জেলার চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা, বর্তমানে শ্যামপুর, ঢাকা।
এসআই কাওসার সুলতান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।এই ঘটনায় ধামরাই থানায় মামলা (নং- ০৪, তারিখ- 0৩অক্টোবর- ৩৯৯/৪০২ পেনাল কোড) দায়ের করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,“আমাদের পুলিশ সদস্যরা সর্বদা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ ধরণের ডাকাতচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”শুক্রবার সকালে গ্রেপ্তার কৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।