মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গোবিন্দগঞ্জ উপজেলা হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের বাসিন্দা মরহুম বদিউল আলম (বীরউত্তম)এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবু হান্নানের একমাত্র পুত্র সোহান আল মাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের,সাবেক মেধাবী শিক্ষার্থী বান্দরবানে বেড়াতে গিয়ে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে গতকাল নিখোঁজ হয়। এর পর পরই ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের সহায়তায় আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ প্রথমে ঢাকায় জানাযা শেষে নিজ গ্রাম হরিরামপুর ইউনিয়নের নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার ম’র্মান্তিক মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ যেন মরহুম ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন এ জন্য পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার চাচাতো ভাই গোলাম রব্বানী রানু সকলের নিকট দোয়া কামনা করেছেন।