1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
Title :
সম্পত্তির লোভে স্ত্রীকে হত্যা, লাশ লুকিয়ে রাখা হলো ডিপ ফ্রিজে,স্বামী আটক বরগুনায় ভাবিকে জবাই করে হত্যার ১০ বছর পরে” এবার ৬ বছরের ভাতিজীকে পিটিয়ে খুন ২৩ ঘণ্টায়ও নেভেনি রূপনগরের আগুন রাজধানীর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত প্রতিক্রিয়া তথ্যের বন্যায় সত্য সংবাদ চিনে নেওয়াই বড় চ্যালেঞ্জ — আনোয়ার আল দীন বরগুনায় মিথ্যা মামলা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী কারাগারে গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টের প্রতিনিধি অপহরণের ৫ ঘন্টা পর উদ্ধার বরগুনায় ৫০০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ধামরাইয়ে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৪ জনকে সাজা প্রদান রাজশাহীতে পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল

গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টের প্রতিনিধি অপহরণের ৫ ঘন্টা পর উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪ Time View

মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টার,গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জামিরুল ইসলাম (৩৫) নামের এক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের বিক্রয় প্রতিনিধিকে (এসআর) অপহরণের ৫ ঘন্টা পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকায় তাঁর চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজস এলাকায় আগে থেকে একটি টয়োটা মাইক্রোবাসের ভিতরে কিছু অপহরণকারী ওৎ পেতে থাকে। আসাদ মোড় থেকে শহরগছি আসার সময় জামিরুল ইসলাম মোটরসাইকেল যোগে রাজস এলাকায় পৌছালে তারা চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে দ্রুত সটকে পড়ে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে থাকে। স্থানীয়রা বিষয়টি শাখাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফকে জানালে তিনি পুলিশকে ফোন করে ঘটনাটি জানান এবং গ্রাম পুলিশের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।

পরে গোবিন্দগঞ্জ নগদ ডিস্টিবিউটর হাউজের লোকজন বিষয়টি জানতে পেরে সারাদিন খোঁজাখুঁজি করে বিকাল ৫টার দিকে তাকে আহত অবস্থায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জামিরুল ইসলাম জানান, অপহরণের পর তাকে হ্যান্ডকাফ পড়িয়ে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের ভিতর বেধড়ক মারধর করে তার কাছে থাকা ৩ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। শেষে জনশূন্য এলাকায় একটি ফাঁকা জায়গায় মাইক্রোবাস থেকে তাকে সড়কের পার্শ্বে ফেলে দিয়ে অপহরণকারীরা চলে যায়। তারপর একজন ভ্যানওয়ালার সহায়তায় সে নিশ্চিন্তাপুর বাজারে এসে এক দোকাদারের মুঠোফোনের মাধ্যমে ডিস্টিবিউটর হাউজের সাথে যোগাযোগ করলে তারা এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অপহরণের ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved