দিনাজপুর প্রতিনিধি :
দেশের প্রতিটি নাগরিকের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে দিনাজপুরে খনি ও DYDF এর উদ্যোগে মানববন্ধন , সভা , প্রদান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে “খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপম্যান্ট ফাউন্ডেশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে খাদ্যকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, একটি পূর্ণাঙ্গ ও কার্যকর খাদ্য অধিকার আইন না থাকায় এই অধিকার থেকে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির অধিকার নিশ্চিত করতে আইনটি দ্রুত প্রণয়ন করা অপরিহার্য।
বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমানে খাদ্য উৎপাদন, মজুত, সরবরাহ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনার জন্য বিভিন্ন আইন থাকলেও, তা একটি সমন্বিত খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। একটি শক্তিশালী ‘খাদ্য অধিকার আইন’ প্রণীত হলে খাদ্য অপচয় রোধ হবে, খাদ্যের গুণগত মান বজায় রাখা সম্ভব হবে এবং খাদ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মারফত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এই দাবিসমূহ বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি পাঠানো হয়। আয়োজকরা জানান, মৌলিক অধিকার হিসেবে খাদ্য নিশ্চিত করার এই আন্দোলন আইন প্রণীত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তারা সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে আইনটি পাশের আহ্বান জানান।