কাতার প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি:
কাতার প্রবাসীদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে
কাতারের ফিরোজ আব্দুল আজিযে যাত্রা শুরু হয়েছে আল মুত্তাকিন লন্ডি অ্যান্ড সার্ভিসেস।
শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা মো: মুক্তাদি হোসেন।
এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুক্তাদি বলেন,
এই প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের কে অগ্রাধিকার দেওয়া হবে এবং কর্মহীন প্রবাসীদের জন্য এক সপ্তাহ সার্ভিস ফ্রি থাকবে ৷
মোঃ সাগরের পরিচালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো : বেলায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আবু সাইদ, আবু সাক্তার পিয়াস, মোঃ রাকিব, মোঃ সজিব সাইফুল ইসলাম, মাহমুদ সজল বাপ্পী।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের সময় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় ৷
বাংলাদেশ কমিউনিটির নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫০০ শত প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।