
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন
ঢাকা ধামরাইয়ে বাড়ীর খোলা সেফটি টেংকিতে পড়ে মোঃ রাহিম ও ইয়াসিন নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত ২ শিশুর মধ্যে একজনের বয়স ৫ বছর, অপর জনের বয়স সাড়ে তিন বছর।
শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৯ টার দিকে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মোঃ সেলিমের বাড়ীতে এমন ঘটনাটি ঘটে। নিহত শিশু ২টি সম্পর্কে মামাত ফুফাতো ভাই। নিহত ইয়াসিন মোঃ সুমনের ছেলে ও মোঃ শাকিলে ছেলে রাহিম। তারা ছোট চন্দ্রাইল এলাকার মোঃ সেলিমের বাড়ীর ভাড়াটিয়া।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার শিশু ইয়াসিন ও রাহিম বিকাল বেলা খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে আসলে ও শিশু ২ টি বাড়ীতে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোজা খুজিঁ করিতে থাকে। কিন্তু রাত হলে ও তাদের আর খুজে পাওয়া যায় না। পরে বাসার পাশে একটি সিসি ফুটেজে মাধ্যমে দেখা যায়, তারা দূরে কোথাও যায়নি। এরপর বাড়ীর মধ্যে বিভিন্ন জায়গায় খোজা খুজিঁর এক পর্যায় বাড়ীর খোলা টেংকির মধ্যে থেকে তাদের ২ জনের লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন এসে খোলা টেংকি থেকে লাশ ২টি উদ্ধার করে।
এই বিষয়ে ইয়াসিনের মা জানান, আমার ননদের ছেলে রাহিম ও ইয়াসিন বিকাল বেলা খেলতে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। আমরা তাদের অনেক খোজা খুজিঁর পরে বাড়ীর খোলা সেফটি টেংকিতে ২ জনের মৃত দেহ পাওয়া যায়। ছেলেকে হারিয়ে মা এখন পাগল পারাই।
এই বিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন,গতকাল রাতে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকায় মোঃ সেলিমের বাড়ীতে খোলা সেফটি টাংকিতে পরে ২ শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ২ টি উদ্ধার করি। পরে পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয় এবং লাশ ২ টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।