1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
Title :
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করেন ডাঃ আবুল কাশেম আজাদ ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি স্কুল ভবন থেকে পড়ে মো শামীম হোসেন (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম -নীতি উপেক্ষা করে খাদ্য গুদামে ধান মজুদের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান মোল্যার বিরুদ্ধে (পর্ব-১) সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আহত অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন পাইকগাছায় বিধবা ভাবীক হত্যার অভিযোগে দেবর আটক হাদি’কে প্রকাশ্যে গুলিবর্ষণের সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, থাকে না পরিবারের কেউ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলা যুবলীগ নেতা রবিউলের মরাদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

আমাদের সংবাদাতা মুন্সিগঞ্জ থেকে প্রেরীত সংবাদে জানাযায় যে- বুধবার ৪ঠা আগষ্ট ২০২২ইং সন্ধা আনুমানিক ১৮.৩০ হইতে ১৯.১৫ ঘটিকায় মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা গাদীঘাট গ্রাম সংলগ্ন আড়িয়ালখা খালের পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০/৪৫ বয়সী এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃত দেহ স্থানিয় পথচারীরা দেখতে পায়। ফলে তাহারা তাৎক্ষনিক এলাকায় প্রচারনা চালালে বিষয়টি শ্রীনগর থানা কর্তৃপক্ষ জানতে পারেন এবং পুলিশ ফোর্স দ্রুত সেখানে গিয়ে মরদেহ জব্দ ও ময়না তদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে ।শ্রীনগর থানার পুলিশ অফিসার ও লাশ পরিদর্শক গাদীঘাট গ্রামের স্থানিয় ৪/৫জন প্রত্যক্ষদর্শী বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম রবিউল ও পেশাগত ভূমি সম্পত্তি ব্যবসায় জড়িত কোলাপাড়া ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সমেষপুর গ্রামের বাসিন্দা হিসাবে জানতে পারেন। এইসূত্র ধরে পুলিশ ফোর্স ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগে নিশ্চিত হয় যে-ভিকটিম রবিউল আউয়াল, পিতা-মৃত কাইউম খানের পুত্র গত মঙ্গলবার ৩রা আগষ্ট দুপুরে পেশাগত বিশেষ কাজে দোগাচী বাজারে যায় কিন্তু তিনি সেই দিন বাড়ী না ফেরায় পরিবার চরম চিন্তিত হয়ে সর্বত্র খোজাখুজি চালিয়ে বিফল হলে পরদিন সকালে থানায় নিখোজ জিডি করেন। সংবাদ প্রতিনিধি এই হত্যার প্রকৃত কারন অনুসন্ধানে দোগাচী বাজারে স্থানিয় বাসিন্দা ও ব্যবসায়িদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-৩রা আগষ্ট সন্ধায় রবিউল দোগাচী বাজারে ভূমি ব্যবসার দখল ও দালালির টাকা ভাগবাটোয়ারা নিয়ে মুজাম্মেল শিকদার দোগাচী বাজার যুবলীগ নেতার সাথে চরম বাকবিতন্ড থেকে মারামারি শুরু হয়। ফলে স্থানিয় বাজার কমিটির সদস্যও আওয়ামী নেতাকর্মিরা তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও উভয়ের মধ্যে প্রতি-হিংসার চরম ক্রোধ অক্রস বিদ্যমান ছিল। বাজারের ৩ জন মৎস ব্যবসায়ির তথ্য অনুসারে ধারনা করা যায় যে-রবিউল কাজ শেষে রাত আনুমানিক ১০/১০.৩০ ঘটিকায় বাড়ী ফেরার সময় বাজার বাসষ্টেন্ডে পূর্ব থেকে ওতপেতে থাকা মুজাম্মেলের সন্ত্রাসীরা রবিউলকে অস্ত্রের মুখে অপহরন ও গাদীঘাট গ্রাম সংলগ্ন আড়িয়ালখা বিলে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যারপর বিলের কচুড়ি পানার নিচে লাশ ডুবিয়ে রাখে। কিন্তু মৃত ভিকটিম রবিউলের পরিবারের ও স্ত্রী সুমাইয়া বেগম নিশ্চিত ভাবে বর্ননা করেন যে-রবিউলের ছোট চাচার পরিবার ও চাচাতো ভাই মোহাম্মদ সুজনের সাথে দীর্ঘদিন পূর্বে ব্যবসা ও পৈতৃক সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত জটিলতা বা ক্রন্দল থেকে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে দাবী করে। রবিউলের স্ত্রী পরিবার আরো নিশ্চিত দাবী করে-এই হত্যাকান্ড সম্পূর্ন পরিকল্পীত এবং মাষ্টার মাইন্ড চাচাতো ভাই মোঃ সুজন খান সৌদি প্রবাসী বর্তমানে স্বপরিবারে দেশে অবস্থানরত পূর্বের শত্রুতা প্রতিশোধ নিতে ভাড়াটিয়া গুন্ডা খুনিদের দ্বারা দোগাছী বাজার থেকে অপহর ও নির্মম কুপিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে। এই হত্যার বিষয় শ্রীনগর থানা প্রশাসনকে জিজ্ঞাসা করলে ডিউটি অফিসার এস. আই. মামুন আহমেদ ও থানার ও/সি ইন্সপেক্টর মোঃ মনির সিদ্দিক নিশ্চিত করেন যে-মৃত রবিউল আওয়ামী রাজনীতির সাথে স্বক্রিয় থেকে স্থানিয় জনগনের ভূমি সম্পত্তি এবং রাষ্ট্রিয় খাস জমিজমা অনৈতিক প্রক্রিয়ায় জোরদখল ও বেচাকেনার কারনে তার বিরুদ্ধে একাধীক মামলা থানা ও আদালতে অনিষ্পত্তি চলমান। বিধায় প্রাথমিক দৃষ্টিপটে পুলিশ ক্ষতীগ্রন্ত স্থানিয় কিছু ব্যক্তিকে সন্দেহাতীত এই হত্যার মূল হোতা চিহ্নিত করেন এবং ভিকটিম রবিউলের পরিবারের সন্দেহাতীত চিহ্নিত ব্যক্তিদের নাম পরিচয়ের উপর ভিত্তি করে অদ্য সকালে হত্যা মামলা দায়ের করেন। প্রতিনিধি সন্দেহ ভাজন ১৭জন আসামির নাম পরিচয় বাদীর লিখিত এজাহার ও প্রাথমিক তথ্য বিবরনী থেকে জানতে পারেন যে- মূখ্য আসামি চাচাতো ভাই ১। মোহাম্মদ সুজন (৪৮), পিং-আবুল কাসেম খান, ২। নজু মিয়া (৩৭), পিং-আজাদ মিয়া, ৩। মুজাম্মেল শিকদার (৪০), পিং-মস্তাক শিকদার, ৪। অসিম দেওয়ান (৩৫), পিং-সামাদ দেওয়ান, ৫। ইমরান হাওলাদার (২৮) পিং-মৃত সুলতান হাওলাদার, ৬। মাজিদ খান (৩৯), পিং-মৃত দাউদ খান, ৭। মোঃ তোফায়েল (৪২), পিং-হাজী সুরুজ মিয়া, ৮। নাইম শেখ (৩৩), পিং-দিলদার শেখ, ৯। শাহজাহান বেপাড়ী (৪৫), পিং-আক্কাস বেপাড়ী, ১০।দুলাল দাস (৩৮), পিং-কিষান দাস, ১১। প্রদ্বীপ মন্ডল (৫২), পিং-মৃত রবি মন্ডল, ১২ । সুজন চাকলাদার (৪৪), পিং-মুজিব চাকলাদার ১৩। আতিক মিয়া (৪৮), পিং-বরকত উল্লাহ, ১৪। মিজান দেওয়ান (৪৭), পিং-হাতেম দেওয়ান, ১৫। মোঃজুলফিকার (৩৬), পিং-হাজী মুকছেদ মিয়া, ১৬। লুতফর হোসেন (২৭), পিং-আইউব হোসেন, ১৭। আশিক মোল্লা (৪৪), পিং-হাজী বারেক মোল্লা গং সকলে কোলাপাড়া ইউনিয়ন পরিষদ অর্ন্তভুক্ত শ্রীনগর থানা নিয়ন্ত্রনাধীন বিভিন্ন গ্রামের বাসিন্দা হিসাবে মামলায় অর্ন্তভুক্ত। অতঃপর থানার ও/সি মহদয় নিশ্চিত করছেন যে আসামিদের দ্রুত আইনের আওতায় গ্রেফতার এবং সুক্ষ তদন্তর মাধ্যমে হত্যাকান্ডের বাস্তবতা উৎঘাটন করতে সচেষ্ট হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved