
মোঃ আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টর
এ মাসের ৯ই নভেম্বর, ২০২৫ রোজ রবিবার সকাল ১০:০০ টা থেকে ১ম থেকে ১২তম নিয়োগ বঞ্চিত নিবন্ধন ধারীরা শুরু করে ১২ই নভেম্বর ২৫ ইং পর্যন্ত আন্দোলন করেন।
সম্মিলিত এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন এর আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদধারী প্রার্থীদের নিয়োগের জন্য “প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ চেয়ে প্রজ্ঞাপন জারির দাবীতে” অবস্থান কর্মসূচি ও লংমার্চ কর্মসূচি পালন করেন।
১০ ই নভেম্বর শিক্ষক নেতা সেলিম ভূইয়া তাদের আন্দোলনে আসেন। পরে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ আলম ও শিক্ষক নেতা সেলিম ভূইয়াসহ প্রতিনিধি দল এনটিআরসিএ অফিসে গিয়ে মিটিং করেন। এনটিআরসিএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন আগামী ১১ ই নভেম্বর আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাব।
শাহবাগে আন্দোলনরত নিবন্ধন ধারীরা ১১ নভেম্বর বোরাক টাওয়ার এনটিআরসিএ এর অফিসের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ২ টার পর এনটিআরসিএ থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই চিঠির দ্রুত অনুমতির জন্য ১২ই নভেম্বর আবারও অবস্থান কর্মসূচি পালন করেন নিবন্ধন ধারীরা।
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ১২ নভেম্বর সন্ধ্যায় তাদের কর্মসূচি স্থগিত করে ১৮ ই নভেম্বর কঠোর আন্দোলন ও অবস্থান কর্মসূচির ডাক দেন।
সম্মিলিত শিক্ষক ফেডারেশনের নেতারা বলেন, এই রকম ফরওয়ার্ডিং ইতিপূর্বে বহু দিয়েছেন এনটিআরসিএ। কিন্তু সেই ফরওয়ার্ডিং এর পিছনে ছুটতে গিয়ে আমরা দিনের পর দিন মন্ত্রণালয়ে ধর্না দিয়েও কোন সদুত্তর পাইনি।
১৮ নভেম্বর আমাদের আন্দোলন হবে যাঁরা ফরওয়ার্ডিং দিয়েছেন তাঁরা তা অনুমতি নিয়ে আসবেন। তাঁরা দ্রুত আমাদের নিয়োগের অনুমতি নিয়ে আসবেন। এনটিআরসিএ নিয়োগের অনুমতি নিয়ে না আসা পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হবে।