
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে কোবে বাংলাদেশ সোসাইটি’র আয়োজনে গতকাল একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে অংশগ্রহণকারীরা “বিজয়–৭১” ও “মুক্তিযোদ্ধা ফাইটার্স এই দুই দলে বিভক্ত হয়ে খেলেন।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মহান বিজয় দিবসের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে স্মরণ করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও জাতীয় দিবসগুলোকে সম্মান জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
খেলায় টসে জিতে মুক্তিযোদ্ধা ফাইটার্স দলের অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৫ ওভারে দলটি ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রাইদুল, এছাড়া আসিফ ১৫ রান যোগ করেন। বোলিংয়ে বিজয়–৭১ দলের হয়ে দেলোয়ার ৩টি উইকেট দখল করেন।
জবাবে ১২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিজয়–৭১ দলটি ১৩.৪ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে বিজয় ২৩ আরিফুল ২২ রান করেন।মুক্তিযোদ্ধা ফাইটার্স দলের বোলিং আক্রমণে রাইদুল ৪টি, এবং আপন ও বরকত ৩টি করে উইকেট শিকার করেন।
ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের জন্য রাইদুল অলরাউন্ডার নৈপুণ্যে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।