
রাকিবুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা, প্রায় সাত হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
কক্সবাজার: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা শহর ও সদরসহ চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু, ঈদগাঁও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কক্সবাজার বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরি জানান, জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হতে চায়। তারা তারেক রহমানকে বরণ করতে মুখিয়ে আছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হবেন।
নেত্রকোণা: ঢাকায় নেতাকে স্বাগত জানাতে নেত্রকোণা বিএনপি’র ৫০ হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক বলেন, ২৫শে ডিসেম্বর একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। ওই দিনে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। নেতাকে স্বাগত জানাতে বিএনপি’র পক্ষ থেকেই প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন। এজন্য বাস, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন ভাড়া নেয়া হয়েছে।
সাতক্ষীরা: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আন্দোলনমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী বৃহস্পতিবার ঢাকায় উপস্থিত হতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী।
গাইবান্ধা: গাইবান্ধা থেকে বিএনপি অঙ্গসংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৮১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। পাঁচ শতাধিক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে।
মেহেরপুর: মেহেরপুর জেলা থেকে পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র সভাপতি জাবেদ মাসুদ মিল্টন জানান, জেলার তিনটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় আসবে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় আসবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সড়ক ও নদীপথে তারা ঢাকা আসবে। এরই মধ্যে অনেকে পৌঁছেছে। বাকিরা আজ রাতের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে।