
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
গাইবান্ধার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মারকাযুন নুসরা বাংলাদেশ সোসাইটি’। আজ রোববার জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় আর্তমানবতার সেবায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি। বিতরণ অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চল ও অবহেলিত জনপদের সুবিধাভোগী মানুষ।
মারকাযুন নুসরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন প্রান্তে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। গাইবান্ধার পর দেশের অন্যান্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।
সংগঠনটির লক্ষ্য, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করা। এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।