1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
Title :
মিডিয়ায় সংবাদ প্রচার, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি ও তানোর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন রাজশাহী,তানোরের মালশিরা গ্রামে ডাকাতির ঘটনায় গ্রেফতারর ৮ মালামাল সহ দেশীয় অস্ত্র উদ্ধার জমি-জমা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক সহ ০৪ জনকে পিটিয়ে আহত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে বস্ত্র বিতরণ আমতলীতে সরকারি জমিতে পাঁকা স্থাপনা নির্মানের হিরিক! গাইবান্ধায় ঘাঘট নদীতে ভাসছে শিক্ষিকার লাশ ধামরাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে জমি জালিয়াতি ও অনিয়মের অভিযোগ দালাল সাইফুল ইসলামের বিরুদ্ধে

গাজীপুরের পেলাইদে উদ্বোধন করা হয়েছে গণ চিকিৎসা কেন্দ্র (ধাতব্য) ও গণ পাঠাগার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে উদ্বোধন করা হয়েছে গণ চিকিৎসা কেন্দ্র (ধাতব্য) ও গণ পাঠাগার। পেলাইদ সমবায় সঞ্চয় ও ঋণদান লিমিটেড এর উদ্যোগে প্রকল্পটি চালু করা হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার প্রকল্পটি উদ্বোধন করা হয়। দুপুর ২ টা ৩০ মিনিটে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলন করে প্রকল্পের উদ্বোধন করেন ৭ নং গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার। বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও অত্র কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ধনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, খাদেম মোঃ আশরাফুল আলম। উদ্বোধনের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল কার্যক্রম। কোরআন তেলাওয়াত করেন রেডিও টেলিভিশনের কারী হাফেজ মাও: মোঃ আবু হানিফ আনসারি। কোরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সমিতির সভাপতি ও মাওনা মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ মোঃ মোস্তফা কামাল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মেজবাহুল মাওলা, মাওনা মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, ৭ নং গোসিংগা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম হেলাল। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি, সাহিত্যিক ও গীতিকার মোহাম্মদ রানা মাসুদ, বরমি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও পেলাইদ উত্তরপাড়া নূরানী এতিমখানা মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাতেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার নুরুজ্জামান, মোহাম্মদ আমির সিরাজি, প্রভাষক হুমায়ুন কবির,কামরুজ্জামান কবির,ডাক্তার জাকারিয়া, ডাঃ ওয়াদুদ,কামাল উদ্দিন আকন্দ, মোঃ মোজাম্মেল হক সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পটি সম্পর্কে পেলাইদ সমবায় সমিতি ও ঋণদান প্রকল্প লিমিটেডের সভাপতি ডাঃ মোঃ মোস্তফা কামাল বলেন, বর্তমান প্রেক্ষাপটে গাজীপুরের মধ্যে অবহেলিত এই গ্রাম। এই গ্রামের মানুষকে সুচিকিৎসা দান ও এলাকার ছাত্র-ছাত্রী ও যুবকদের মেধা উন্নয়নের কথা চিন্তা করে প্রকল্পটি চালু করা হয়েছে। গ্রামের লোকজন এখানে খুব সহজেই চিকিৎসা সেবা পাবে।আর ছাত্র-ছাত্রীরা গণ পাঠাগারে এসে বিভিন্ন ধরনের বই পড়ে তাদের মেধাকে আরো বিকশিত করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved