আলমগীর কবির,জেলা প্রতিনিধি
জানা যায় গাইবান্ধা সদর উপজেলার ৭ নং বাদিয়াখালি ইউনিয়নে রিফাইতপুর গ্রামে রেললাইনের ছোট পুল নামক স্থানে -মন্টু মিয়ার বাড়িতে আজ ২/৭/২০২৪ ইং রাত আনুমানিক ৩ টার সময় তার গোয়াল ঘরে আগুন লাগে। আগুনে মন্টু মিয়ার (৪) টি গরু (৩) টা খাসি ও গোয়াল ঘরের ২ টা রুম পোড়া যায়। এই নিয়ে চলছে মন্টু মিয়ার বারিতে শোকের মাতাম।