1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
নুরের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় বিএনপি থেকে বিএনপি নেতা হাসান মামুন বহিষ্কার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ফারুকের সাফল্যমণ্ডিত রাজকীয় বিদায় নীলফামারীতে চার আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান ৩০ তম বিসিএসে প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড ড্রাইভার আবেদ আলির মাধ্যমে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে জয়েন করেন জাকারিয়া রহমান প্লাস্টিক নয় প্রকৃতি বাঁচাও, প্লাস্টিক দূষণ রোধ করি’ নীলফামারীতে নদীর বালু চুরির দায়ে যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় মারকাযুন নুসরা বাংলাদেশ সোসাইটির শীতবস্ত্র বিতরণ বরিশাল-৫ আসনে এবি পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগে বদলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি পলাশবাড়ী যোগদানের আগে টাঙ্গাইলে সহকারী কমিশনার ভূমি হিসাবে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি গত ১৬ জুলাই ২০২৩ সালে পলাশবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। যোগদানের পর থেকেই সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন,ইভতিজিং,মাদক,খাবার হোটেল,লোকাল ট্রাকটর চলাচল,অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি। রাস্তাঘাট নির্মাণ, সরকার কর্তৃক বরাদ্দ সকল উপহার হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। পলাশবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়া খরচ বাবদ দিয়ে থাকেন নগদ অর্থ সহায়তা,

মানুষের সাথে হাসিমুখে কথা বলা, সেবাপ্রার্থীগণের কথা গুরুত্ব দিয়ে শুনার কারণণে নিয়োগ পাওয়ার অল্প দিনের মধ্যেই উপজেলার সর্স্তরের মানুষের মধ্যে তার সুনাম ছড়িয়ে পরে।

এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, সরকারের দেয়া অর্পিত দ্বায়িত্ব জনগণের নিকট প্রদান করার প্রচেষ্ঠা করে যাচ্ছি মাত্র।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠপ্রশাসন ২ শাখার উপসচিব জনাব আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে তিনিসহ সাত জন কর্মকর্তাকে ইউএনও হিসাবে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়।

প্রশাসনের নিয়মিত বদলী প্রক্রিয়ার অংশ হিসাবেই তাকে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved