1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
যেখানে গোটা জাতি বিমুখ। বই প্রকাশ করা, পাঠাগার গঠন করা , এ যেন মৃত গাছে পানি দিয়ে বৃথা চেস্টা জলঢাকা কৈমারী ইউনিয়নে অবৈধভাবে সরকারি জমি পুকুর খনন করে বিভিন্ন জায়গায় বালু,মাটি বিক্রির অভিযোগ! বগুলাগাড়ীর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকা মনোয়ারা বেগমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির দায়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত প্রতি মাসে ৩ শত ১৭ কোটি ১০ লক্ষ টাকা চুরি! বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লাশ নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত বামনায় ৪৬ তম জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না, সভাপতি মোঃ শফিউল আলম প্রধান নির্বাচন কমিশনার বনাম জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ চব্বিশ জনের প‍্যানেল চাই

প্রসঙ্গ : এমপিদেরকে পরিচালনা করতে চায় ডিসিরা। এ যেন রোগীর ডাক্তার রোগীরা, ডিসিদের দুঃসাহস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

অথই নূরুল আমিন

একজন পার্লামেন্ট মেম্বার। সংক্ষেপে এমপি বলা হয়। একজন এমপি যেকোন একটি রাজনৈতিক দলের নেতা। একজন এমপি হতে হলে কমপক্ষে ষাট হাজার থেকে সোয়া লক্ষ ভোটের প্রয়োজন হয় একজন এমপি পাশ হতে হলে। একজন এমপি জাতীয় পর্যায়ে রাষ্ট্রের বিভিন্ন কাজ কর্ম তদারকি সহ জাতির স্বার্থে আইন প্রণয়ন করতে সহযোগিতা করে থাকেন।

এদিকে অনেক এমপি তার নিজের ইজ্জত এবং কদর ভুলে গিয়ে নিজেদেরকে বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পরেন। যার ফলে সমাজের কাছে আইনের কাছে তখন তারা ছোট হয়ে যায়। তারপরও এমপিরা কিন্তু কেউ রাষ্ট্রের কর্মচারী নন।

যখন কোন এমপি মন্ত্রী হন। সেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদাধিকারী সচিব পর্যন্ত সেই মন্ত্রীকে স‍্যার ডাকতে হয়। কথা থাকে যে, আগে এমপি। তারপর মন্ত্রী।
দেশে ডিসি সম্মেলন চলছে। প্রতিবছর এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।

এবার ডিসি সম্মেলনে তাদের বেশকিছু দাবির ম‍ধ‍্যে একটি দাবি হল। ডিসিরা চায় তারা এমপিদেরকে পরিচালনা করতে। আমাদের দেশের এমপিরাও চোর ।ডিসিরাও চোর। এক চোরকে আরেক চোরে পরিচালনা করার ক্ষমতা চায়। তাও আবার রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ। এ যেন এক রোগীর চিকিৎসক আরেক রোগী।

স্বাধীনতার ৫৩ বছরের ভিতরে বিশেষ করে ভালো মানের পঞ্চাশ জন এমপি যেমন পাওয়া যাবে না। ঠিক তেমনি পঞ্চাশ জন ডিসিও পাওয়া যাবে না। তারচেয়েও বড় কথা হল। বতর্মান ডিসি সম্মেলনে যেসকল ডিসিরা বিভিন্ন জেলা থেকে এসেছে। ওরা কি আসলেই ডিসি নাকি বতর্মান সরকারের আমলে অযোগ্য অডিসি। আমার ভাবতে খুবই কষ্ট হচ্ছে। ডিসিরা কোন্ সাহসে সরকারের কাছে এরকম অযুক্তি আবেদন করতে পেরেছে?

ডিসিদের এরকম বেমানান আপত্তিকর দাবির কথা শুনে সত্যি রাজনীতিকে আজকে ঘৃণা করতে ইচ্ছে করছে। সারাজীবন তাহলে আমরা কি শুনে আসলাম। আজকে কি শুনছি? প্রজাতন্ত্রের কর্মচারীরা চাচ্ছে। এমপিদেরকে পরিচালনা করতে। আমার কাছে মনে হচ্ছে। এই দোষ আসলে আমাদের দেশের অযোগ্য রাজনৈতিক দলগুলার। ওরা যখন বারবার যোগ্য লোক বাদ দিয়ে বেশিরভাগ সময়ে অশিক্ষিত লোকদেরকে এমপি পদে মনোনয়ন দিয়েছে। সেই মুর্খ এমপিও হয়েছে। ভবিষ্যতে ও হয়তো এই ধারা বহাল থাকতে পারে। সরকার যদি সত্যি এমপিদের পরিচালনা করার ক্ষমতা ডিসিদেরকে দেয়। তাহলে রাজনীতির উপরে লেখালেখি আমার এখানেই শেষ।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং