1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে বাড়ীর সেফটি টেংকিতে পড়ে ২ শিশুর মৃত্যু ডেমরা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়ক নির্মাণে ধীরগতি \ দুর্ভোগ কাতার ফিরোজ আব্দুল আজিযে শুভ উদ্বোধন হল “আল মুত্তাকিন লন্ডি অ্যান্ড সার্ভিসেস জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২০২৫ এখানে উপস্থিত ছিলেন রাজশাহী-৫২ (তানোর গোদাগাড়ী-১) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন দিনাজপুরে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত দখলে হকারদের দৌরাত্ম্য বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এইচএসসি ২০২৫ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উদ্যোগে মিরপুর রিপোর্টার্স ক্লাবে নারী সমাবেশ অনুষ্ঠিত ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপে নাম লেখায় কাতার সম্পত্তির লোভে স্ত্রীকে হত্যা, লাশ লুকিয়ে রাখা হলো ডিপ ফ্রিজে,স্বামী আটক

মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১৮৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি।

তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved