এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের আতঙ্ক একাধিক মাদক মামলার আসামি মোঃ ডালিম হাওলাদার (৩০) সহ ৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
গত ১৭ই জুলাই-২০২৩ ইং তারিখে মোঃ সুজন (২৭), পিতা মোঃ আবুল বাশার, গ্রাম- রামনগর, ইউপি- সূর্যমনি, থানা- বাউফল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা শাখা ডিবি পুলিশকে ঘটনার সত্যতা জানাতে তদন্তের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান রিপন।
অন্যান্য আসামি হলো- ২/ মোঃ সোহেল হাওলাদার (২৬) ৩/ মোঃ মাহাবুব হাওলাদার (৫০) ৪/ মোঃ মকবুল হাওলাদার (৬০), উভয়ের বাড়ি একই গ্রামের।
মামলা সূত্রে বাদী মোঃ সুজন বলেন, গত ৭ই জুলাই-২০২৩ ইং তারিখে রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর আমি ও আমার বাবা যাওয়া অবস্থায় পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা এসে প্রথমে মোটা অংকের টাকা চাদা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা রামদা, বগি দা, লোহার রড, লোহার পাতি ও বাঁশের লাঠি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং আমার পকেটে থাকা ও আমার বাবার পকেটে থাকা মোটা অংকের টাকা সহ আমার মোবাইল ছিনাইয়া নেয়। এদিকে ডাকচিৎকার দিলে স্থানীয়রা আসা মুহূর্তে এবিষয়ে কোনও বাড়াবাড়ি করলে নাকি খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
বাদী আরও বলেন, তারা এলাকায় বেপরোয়া সন্ত্রাসী ও মাদক কারবারি লোক। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাদের আতঙ্ক সহ উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। তাদের ভয়ে আজ আমার পরিবার নিয়ে এলাকা ছেড়ে বিলবিলাস বাজার নামক স্থানে ভাড়া থাকছি। তাই তাদের বিচার দাবি করছি।
এদিকে জানা যায়, ডালিম হাওলাদার একজন চিহ্নিত মাদক কারবারি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একাধিক বার মাদক সহ প্রশাসনের হাতে আটক হয়েছে। জেল খেটে জামিনে এসে পুনরায় আবার মাদক কারবারিতে যুক্ত হয়। সিআর জিআর সহ তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ নারী নির্যাতন মামলা চলমান রয়েছে।ডালিম সহ তার পরিবারের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ রয়েছে। ডালিম হাওলাদার তার স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে আছে বলে জানা যায়।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোঃ মেজবাহ উদ্দিন বলেন, তদন্ত চলমান রয়েছে। খুব দ্রুতই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে।