আশরাফুল আলম সরকার,নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ টি স্টল নিয়ে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম। উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রনয় কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড হারুন অর রশিদ ফরিদ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আমজাদ হোসেন বিএ,
উন্নয়ন মেলায় অংশ গ্ৰহন করেন। উপজেলা প্রশাসন , শ্রীপুর পৌরসভা , মাওনা ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, গোসিংগা ইউনিয়ন, বরমী ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়ন, তেলিহাটি ইউনিয়ন, রাজাবাড়ী ইউনিয়ন, প্রহলাদপুর ইউনিয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।