মো: সোহাগ, বিশেষ প্রতিনিধি:
অদ্য ইং ১৮/০৯/২০২৩ তারিখে অনুষ্ঠিত আগষ্ট/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ০৮ (আট) বিভাগের ৫০ (পঞ্চাশ) থানার মধ্যে আবারো শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পল্লবী থানা।এ সময় পল্লবী থানার অফিসার ইনচার্জমুহা মাহফুজুর রহমান মিয়া বলেন- আমি পল্লবী থানায় যোগদানের পর টানা চতুর্থ বারের মত টিম পল্লবীর ধারাবাহিক সফলতা অর্জনে টিম পল্লবীর সকল সদস্যদের ভূমিকা অপরিসীম। এ সফলতায় তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। সকলের নিকট টিম পল্লবীর সদস্যদের জন্য দোয়া প্রার্থী।