শেখ হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধা জেনারেল হাসপাতালের দরপত্রের শর্ত জালিয়াতি করে ঔষধ পত্র ও চিকিৎসা সরঞ্জামাদী ক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাযায়, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মাহবুব হোসেন ও হিসাব রক্ষক নূর এ ইসলাম নিয়মবর্হিভূত ভাবে দরপত্রের শর্ত জালিয়াতি এবং পি,পি,আর বিধিমালা অমান্য করে সাক্ষর সম্বলিত এম এস আর কেনাকাটার ব্যাপক (অনিয়ম-দুর্নীতির) তথ্য মিলেছে।
২০২১-২০২২,২০২২-২০২৩,২০২৩-২০২৪,অর্থবছরের নোটিশ ও দরপত্র সংরক্ষণ মূলক সংশোধিত পি,পি আর ২০১৮ এর বিধি ৪৮(২)(ক) উপ-বিধি(ঊ),(গ),(ঘ) বিধি-৪৯(ঘ)(আ) বিধি-৭০ (২)এ উল্লেখ্য; অনুযায়ী দরদাতাগণকে যোগ্যতার সমর্থনে বৈধ ট্রেড লাইসেন্স, আয়কর পরিশোধিত সনাক্ত করণ নম্বর (TIN) ভ্যাট নিবন্ধন নম্বর,আর্থিক সচ্ছলতার সমর্থনে ব্যাংকের সনদ পত্র,ষ্টেটমেন্ট ,পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন তথ্যাদি উক্ত দরপত্রের সহিত সংযুক্ত করতে হবে।
আরও বলা হয় যে পি.পি আর বিধি ৪৮(২)(চ)(১৬) বিধি মালা অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতির আওতায় অনধিক -দুই কোটি টাকার অভ্যান্তরীণ কার্যক্রমের ক্ষেত্রে ব্যাক্তি যোগ্যতা নির্ধারণে অতীতের সম্পাদিত ক্রয় কার্যের অভিজ্ঞতার প্রয়োজন হইবে না। সেই মোতাবেক আহ্বানকৃত এম.এস আর দরপত্রের ৬টি গ্রুপেই ২কোটি টাকার নীচে হওয়ায় সীমিত দরপত্র পদ্ধতির আওতাভুক্ত অভিজ্ঞতার সনদপত্র প্রয়োজন হইবে না মর্মে দরপত্র আহবানকারী কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজসে কতিপয় ঠিকাদারকে উচ্চ দরে কাজ পাইয়ে দেয়ার জন্য নিম্নে বাড়তি শর্ত সংযুক্ত করা হয়েছে। যাহা সরকারি আইনে শাস্তি যোগ্য অপরাধ।
ইতিপূর্বেও নিয়ম বহিঃভূতভাবে জালিয়াতির মাধ্যমে পি.পি.আর বিধি লঙ্ঘন করে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দেয়ার ফলে ঔষধ পত্র ও চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে ব্যাপক অনিয়ম,দুর্নিতীর অভিযোগ রয়েছে।
যার ফলে সরবরাহকৃত ঔষধ পত্র ও চিকিৎসা সেবা থেকে বন্চিত হন জেলার দুস্হ,গরীব,অসহায় খেটে খাওয়া দিনমজুর ও নিরীহ মানুষ। দূরদূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা গরীব,অসহায় মানুষ আকুতি করে জানান, আমারা গরীব মানুষ সরকারি হাসপাতালে এসেও ঔষধ কিনতে হয় বাহির থেকে। এসব কালোবাজারীদের সিন্ডিকেট ভাঙ্গতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্হানীয় ও জনসাধারণ। তারা আরও জানান, জেনারেল হাসপাতালের ঔষধ পত্র ও চিকিৎসার সরঞ্জামাদি ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। অবিলম্বে তার রহস্য উৎঘাটন করে সরকারি বিধী মোতাবেক কালোবাজারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়ার প্রত্যাশা কামনা করেন।