স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর উপজেলার পিস এ্যাম্বাসেডর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর পূর্বপাড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারী এবং জগন্নাথপুর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম লাল মিয়ার পিতা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইসকন্দর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ রিপোটার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বাংলাদেশ রিপোটার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ ও সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন ছানু। মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।