ঢাকা জেলা প্রতিনিধি:
শেওড়াপাড়া থেকে একটু সামনে তালতলায় যাত্রী ভর্তি একটা বিহঙ্গ বাসে আগুন দিয়েছে ৩ জন দুর্বৃত্তরা। আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন কে আটক করে সেখানকার জনগণ।
বাসে থাকা যাত্রীরা বলেন- বাসে ৫০/৬০ জন যাত্রী ছিলো।আর ওরা ৩ জন বসেছিলো পিছনের সিটে।কন্টাক্টার ভাড়া কাটার এ সুযোগে বাসের ভিতরে আগুন লাগিয়ে জানালার গ্লাস ভেঙে লাফ দিয়ে পালিয়ে যায়।যাত্রীরা কোনোমতে নেমে গিয়ে বেঁচে যায়।
ঘটনাস্থলে জনগন একজনকে ধাওয়া দিয়ে আটক করে। বাকি ২ জন পালিয়ে যায়।আগুনে বাসের পুরোপুরি পুরে যায়। এ ঘটনায় আহত যাত্রীরা শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।