এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হত্যার হুমকি দিয়ে লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪শে নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ৩নং ওয়ার্ডে। মারধরে আহত কলেজ শিক্ষার্থীর নাম মোঃ রাব্বি হোসেন (২১), ওই গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন মৃধার ছেলে। আহত রাব্বি বাউফল হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরেজমিনে আহত রাব্বি হোসেন বলেন, আমার এক দুলাভাইয়ের অপারেশন সংক্রান্ত বিষয়ে এক লাখ টাকা লাগবে তা নিয়ে বাড়ি থেকে বাউফলের উদ্দেশ্যে আমার মোটরসাইকেল যোগে বের হই। এদিকে পশ্চিম খেজুরবাড়িয়া দারুল উলুম কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসার বিভিন্ন বিরোধের জের ধরে ওতপেতে থাকা আমাদের এলাকার কালাম হাওলাদারের দুই ছেলে মোঃ লিটন ও সাগর মিলে আমাকে আমার মোটরসাইকেল যোগে করে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এসময় সাথে থাকা লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আমার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা বলে যায় ‘যদি একথা আমি কাউকে বলি তাহলে আমাকে হৃদয় কবিরাজের মতো হত্যা করে গুম করবে’ বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং হৃদয় কবিরাজ হত্যার সাথে জরিত রয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।
নাসির মৃধা নামে একজন জানান, রাব্বি সহ আমরা লিটন ও সাগর হাওলাদারের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তাদের বিচার দাবি করছি এবং এব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
এপ্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত লিটন হাওলাদার মুঠোফোনে জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন। পরে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।