নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের ‘উন্নয়ন সমন্বয়কারী’ কামাল হোসেন নামের এক ঠিকাদারের বিরুদ্ধে ৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৯৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য জানান।
কামাল হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কামাল হোসেন (৩৪) ২০০৭ সালে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে তাঁর নিজ নামে ৫ কোটি ১১ লাখ ৫২ হাজার ২০০ টাকার স্থাবর সম্পদ ও ১০ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৫৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এতে দেখা যায়, তিনি ৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৯৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ অভিযোগে মামলা করা হলো। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত আরও সম্পদ পাওয়া গেলে সেটাও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, কুমিল্লার আদর্শ উপজেলায় তাঁর নামে দশম তলায় দুটি ফ্ল্যাট ও ছয়তলা ভবন, কুমিল্লা সদরসহ বিভিন্ন জায়গায় ৫০০ শতাংশ জমি, টয়োটা হ্যারিয়ার গাড়ি ও ব্যাংকে গচ্ছিত আট কোটি টাকার বেশি অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। মাত্র ১১ বছরে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন। এ জন্য দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার ব্যাপারে জানতে চাইলে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘মামলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে কথা বলব।’