রাসেল মিয়া,ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে সোমভাগ কাউন্সিলর পাশে থেকে অজ্ঞাত এক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
৪ ডিসেম্বর সোমবার রাত ১ টা দিকে ধামরাই থানার- এস আই বদিউজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমভাগ ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে এলাকায় অজ্ঞাত এক ভারসাম্যহীন মৃতদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে রাত ১ টার দিকে তাকে উদ্ধার করা হয়।
ধামরাই থানার এস আই মোঃ বদিউজ জামান বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।