মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসন-৫ এ ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী তার নির্বাচনীয় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
প্রতিদিনের প্রচার-প্রচারণা অংশ হিসেবে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তার নির্বাচনীয় এলাকা সাঘাটার মুক্তিনগর ইউনিয়নের খলিল আমীনের বাড়ি থেকে উঠান বৈঠক শুরু করেন।
পরে তিনি দিনভর চকচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধনারুহা ইউনিয়ন পরিষদ মাঠ, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধ্যপাড়া লতিফ মাষ্টারের বাড়ি সংলগ্ন মাঠ, পুটিমারী কলেজ সংলগ্ন মাঠে উঠান বৈঠক করে সাধারণ ভোটারদের মাঝে ট্রাক মার্কার ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে এক বক্তব্যে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী বলেন, ফুলছড়ি-সাঘাটা আসনে ট্রাক মার্কার গণজোয়ার শুরু হয়েছে।
কোনো অপশক্তি ট্রাক মার্কার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসনকে উন্নয়নের ধারায় রোলমডেলে পরিণত করা হবে। এছাড়াও তিনি সাধারণ ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্র যাবার আহ্বান জানান।