1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
১সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা ৪৭ তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর আলোচনা সভা বরগুনা বিএনপি অফিস ভাঙচুরের মামলায়  আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ ১২ আইনজীবী কারাগারে  গাজীপুর সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোঃ রাসেল রানা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বরগুনার পাথরঘাটায় নদীর চর কেটে মাটি নিচ্ছে ইটভাটায়, হুমকিতে বাঁধ ঝিকরগাছায় পশু চিকিৎসকের রাম রাজত্ব : ৭৫টাকার বীজ বিক্রয় করছে ১২শত টাকায় গোবিন্দগঞ্জ দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ গোবিন্দগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে নারীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়বস্তু বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে বিভিন্ন উপজেলা অবৈধভাবে মাটি উত্তোলন, হুমকিতে কৃষিজমি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

শীত মৌসুম আসতে না আসতেই বালু ও মাটি খেকোদের অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলসহ বিভিন্ন উপজেলায় চলছে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন। বাজিতপুর, নিকলী ও কটিয়াদীসহ বিভিন্ন উপজেলা ঘুরে এমন চিত্র চোখে পড়ছে অহরহ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রভাবশালী অসাধু একটি মহল প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও কিছু সাংবাদিককে বিভিন্ন কৌশলে হাত করেই কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। এ নিয়ে লিখিত অভিযোগ করা তো দূরের কথা মুখ খুলতেও ভয় পায় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া, করগাঁও এবং চান্দপুরসহ প্রায় প্রতিটি ইউনিয়নেই রয়েছে বালু ও মাটি খেকোদের দৌড়াত্ম্য। সম্প্রতি কটিয়াদী পৌরসভার ভরারদিয়া মৌজাতে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নায়েবের করা মামলায় এক আইনজীবী গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্তি পেয়েছেন। চান্দপুর ইউনিয়নের বালিরা গ্রামে বালু উত্তোলনে বাড়িঘর ভাঙনের প্রতিকার চেয়ে আরেক আইনজীবী স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন। মানিকখালী থেকে করগাঁও রোডে বাট্টা পুলিশ ফাঁড়ি এলাকায় রাস্তার দু’ধারে রয়েছে অবৈধ বালু উত্তোলনের হিড়িক। এখানেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে।
নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর ব্রিজ সংলগ্ন হাওড়সহ বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দৃশ্য দেখা গেছে। একাজে জড়িত কুর্শা গ্রামের লাল মিয়া নামে এক ব্যক্তির কথা বলেন শ্রমিকরা। তবে তার ফোন নাম্বার খুঁজ করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাজিতপুর উপজেলার পিরিজপুর, হালিমপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নেও দেখা গেছে কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করতে।
মাটি পরিবহণে শতশত অনুমোদনহীন ট্রাক চলাচল করতেও রাস্তায় দেখা যাচ্ছে। এ কারনে রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে দিনদিন। কৃষকসহ সাধারণ মানুষজন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও মুষ্টিকতেক অসাধু ব্যক্তিদের ভয়ে কথা বলতে পারছে না।
কৃষকরা বলেন অপরিকল্পিতভাবে মাটি কাটায় তাদের ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। জমি উঁচু নিচু হয়ে যাচ্ছে৷ টপ সয়েল নিয়ে যাওয়ায় জমি উর্বরতা হারাচ্ছে দিনদিন।

নিকলী উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের কাছে এ বিষয়টি জানালে নিকলী উপজেলা এরিয়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved