মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা
আগড়ঘাটা বিনোদবিহারী স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্লবের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রশীদুুজ্জামনের ছোট ভাই অহিদুজ্জামান আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও অভিননদ্ন জানানো হয়েছে। রোববার রাত টা ক্লাবের এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ বেনজীর আহম্মেদ বাচচু,তাকে ফুলের মালা পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, পল্লী চিকিৎসক আঃ হালিম সানা, শিক্ষক সামছুর রহমান, রেজাউল ইসলাম সরদার, সাইফুল ইসলাম মোড়ল, সিরাজুল ইসলাম, আল-আমিন বিশ্বাস, জসিম মোড়ল, বাক্কার বিশ্বাস, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম, আমিরুল ইসলাম, আসাদুল, মোসলেম মোড়ল, শহর আলী সরদার, জীবন মোড়ল , ইদ্রিস সরদার, শেখ শামিম ও রোকনুজ্জামান রোকন। পরে সকলকে ক্লাবের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।