মো:লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি :
লাল সবুজ সোসাইটি গাইবান্ধা জেলা টিম এর আয়োজনে গাইবান্ধার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরন করেন।শহরের পৌর পার্ক থেকে শুরু করে ট্রাফিক মোড় পর্যন্ত বিভিন্ন পেশার মানুষের মাঝে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ইফতার বিতরন করে থাকেন। এছাড়াও দাড়িয়াপুর একটি মাদ্রাসা সহ কুতপলা এলাকায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির অন্যতম সদস্য মো:আকতারুজ্জামান আসিফ,রুহুল আমিন,জাহাঙ্গীর আলম,লিংকন আহমেদ,মোনারুল ইসলাম,সাফি,নাহিদ,হাসিবুল হাসান,ওমর ফারুক,মমিন,সাগর,আব্দুল আলিম,মোছা:ফারজানা আক্তার স্মৃতি,লিন্তা,সুমাইয়া,জুথি ও কুমারী পূর্নিমা রানী সহ আরো অনেকে।
এসময় সংগঠনের টিম লিডার আসিফকে এ ব্যাপারে জিগ্গেস করা হলে তিনি বলেন আজকের প্রোগ্রাম “সবার মাঝে ইফতার” ছাড়াও লাল সবুজ সোসাইটি এর আগেও সমাজ সেবা মূলক অনেক প্রোগ্রাম করেছে।লাল সবুজ সোসাইটি সাধারন মানুষের পাশে সব সময় ছিলো এবং আগামিতেও থাকবে ইনশাআল্লাহ।