কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি:
অনুষ্ঠানে উপস্থিত ছিলো
ভারপ্রাপ্ত সভাপতি – জুবায়ের আহমদ, সেক্রেটারী -আনোয়ার হোসাইন সুমন,সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন বাবু।
এছাড়া সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সকল সদস্যবৃন্দ।
হৃদয়ে বাংলাদেশ এর শ্লোগান –
” *প্রবাসীদের পথ চলায়,
মিশে আছি নির্ভরতায়* ”
বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে সকলেই বাংলাদেশ কে মনে প্রাণে ধারণ করার কথা তুলে ধরেন।
ধর্ম সম্পাদক – মাকছুদুল আরিফিন,, পবিত্র মাহে রমজান এর ফজিলত ও যাকাত, ফিতরা দেওয়ার ব্যাপারে আলোচনা করেন এবং ইফতার পূর্ব মূহুর্তে মোনাজাত করে আল্লাহর নিকট হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ ও সকল মুসলমানদের জন্য মঙ্গল কমনা করে। মোনাজাত শেষে সকলে মিলে ইফতার শুরু করে।