মোস্তাক আহমেদ বাপ্পি,কাতার প্রতিনিধি:
আজ ৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার রোজ বাংলা প্লেস হলরুমে আয়োজন করা হয় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।
আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের পরিচালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ কে সামনে রেখে বাংলাদেশি বিভিন্ন শ্রেণির মানুষের নিকট ঈদ উপহার -খাদ্য সামগ্রী ও পাঞ্জাবী বিতরণ করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা ফ্রেন্ডস ক্লাব কাতারের সভাপতি শাহজালাল গাজী।
আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান, জামালপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ।
রেইফেল ড্র এর স্পনসর ছিলেন
ভারতের ব্যবসায়ী – মাত্রিও সাজি।
ঈদ এর আনন্দ প্রবাসী সকলের মধ্যে ভাগাভাগি করতে আকাশ মিডিয়া ভুবন এই আয়োজন করেন।
এছাড়াও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আমিন বেপারি, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, আমিনুল হক,সদস্য মোস্তাক আহমেদ বাপ্পি,রিয়াজ হোসাইন।
ব্যবসায়ী ইঞ্জি: মো: মফিজ প্রমুখ৷
অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা…
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্য বলেন, আকাশ মিডিয়া ভুবন বরাবর বিভিন্ন কর্মকাণ্ডে প্রবাসীদের পাশে থাকেন, তারই ধারাবাহিকতায় আজকের আয়োজনটি উৎসব ও আনন্দময় হয়েছে। কিছু কাতার প্রবাসীরা এখন স্বচ্ছন্দ্যে ঈদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এই আয়োজনের সাথে যারা জড়িত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে৷
অনুষ্ঠানের শেষে মোনাজাতে আকাশ মিডিয়া ভুবন ও সকল মুসলিম কমিউনিটির জন্য দোয়া কামনা করেন।