কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ বাপ্পি:
ঈদুল ফিতর (আরবি: عيد الفطر, অর্থ: “রোজা/উপবাস ভাঙার আনন্দ”)
বা ‘ রমজান শেষে উৎসব’। মুসলিমদের জন্য এটি অন্যতম বৃহৎ উৎসব। মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩০ রোজার শেষে বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে। কাতারের ৬৪২ টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কাতারে “বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ” মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। মনে হয়েছিল মরুর বুকে এ যেনো এক “মিনি বাংলাদেশ।
ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।