কাতার প্রতিনিধি,মোস্তাক আহমেদ..
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আগামী সোমবার (২২ এপ্রিল) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবেন।
কাতার আমিরের সফরে এখন পর্যন্ত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে।এই সফর সফল করার জন্য দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন।এই উপলক্ষে কাতারের নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশে অবস্থান করছে।
প্রায় দুই দশক বিরতির পর
প্রথম বারের মতো বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির।
এই সফর কে কেন্দ্র করে দুই দেশের ব্যবসা বানিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, বন্দীবিনিময়, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা।
এছাড়াও জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা বিভিন্ন চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন।
কাতার প্রবাসী বাংলাদেশি সকলে এই সফর কে স্বাগত জানায়।