নিজস্ব প্রতিবেদক:
বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা – সামরিক- বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন ।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন :
ড.আসিফ নজরুল-আদিলুর রহমান খান – হাসান আরিফ
তৌহিদ হোসেন – সৈয়দা রেজওয়ান হাসান – মোহাম্মদ নাহিদ ইসলাম – আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – ব্রিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) – সুপ্রদীপ চাকমা – ফরিদা আক্তার – বিধান রঞ্জন রায় – আ প ম খালিদ হাসান – নুর জাহান বেগম – শারমিন মুরশিদ-
ফারুক- ই- আজম ।