মোস্তাক আহমেদ বাপ্পি..
ব্রাহ্মণবাড়ীয়া -গতকাল সন্ধ্যায় সাদেক পুর ইউনিয়ন,সাদেক পুর গ্রামের ৩ জন তরুণ, মোটরসাইকেল ও সিএনজি এর সাথে সড়ক দুর্ঘটনা ঘটে ।
মোটরসাইকেলে ছিলো সালমান, রুবাঈদ এবং জুয়েল।৩ জন ছিলো সাদেক পুর গ্রামের অধিবাসী। স্থানীয় লোকজন এর সহায়তায় সদর হসপিটালে নেওয়া হয়।
স্থানীয় সূএে জানা যায়,
সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রুবাঈদ হাতে ও মাথায় এবং জুয়েলের মাথায় প্রচন্ডভাবে আঘাত লাগে। ইমারজেন্সি ভাবে ওদের ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নিয়ে গেলে সেখানের ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসক ২জন কে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে দেয়। আর সালমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে। জুয়েল এর শারীরিক অবস্থা আশংকা জনক।
পরিবারের সকলে আল্লাহর নিকট ও দেশবাসির নিকট দোয়া প্রার্থী।
কাতার প্রবাসী ” সাদেক পুর বাসী ” মহান আল্লাহর নিকট সকলের সুস্থতা কামনায় দোয়া করেন- আমিন।