মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ধাপেরহাট শাখায়
বিজ সংস্থা প্রতিষ্ঠাতা ও এক্সকিউটিভ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন,নির্বাহী পরিচালক ইকবাল আহম্মেদ এবং উপ-নির্বাহী পরিচালক মুজিবুর রহমান এর সার্বিক দিক নির্দেশ ন্যায় কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা করনের লক্ষ্যে ধাপেরহাট শাখার ১৩ই নভেম্বর বুধবার সকালে বিজ সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে ৭০০ উপকারের মাঝে শাক সবজির বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা কৃষি
উদ্ভিদ সংরক্ষণ অফিসার আঃ রব সরকার,সংস্থা সিনিয়র জেনারেল ম্যানেজার আসাদুল ইসলাম আজাদ,সাব জেনারেল ম্যানেজার মোজাহারুল ইসলাম,শাখা ব্যবস্থাপক আকাশ আহমেদ,একাউন্ট অফিসার শ্রীমতি মল্লিকা রানী সাহা,প্রোগ্রামের সাপোর্ট অফিসার তপন কুমার সরকার প্রমুখ।
এছাড়াও কৃষি কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন এর তথ্যাবধায়নে প্রোগ্রাম শেষ করা হয়।