1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার কেন্দুয়ায় দুর্নীতি তদন্তে হাতাহাতি ক্ষিপ্ত গ্রামবাসীকে ফেরাতে গিয়ে আহত কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার গোবিন্দগঞ্জে ঘরের দরজা খুলে পাওয়া গেল প্রাণ কোম্পানীর সেলসম্যানের নিথর মরদেহ মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ধামরাইয়ে ব্যাক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নেওয়ায় বাধাঁ, পিটিয়ে হত্যার চেষ্টা দুদকের মামলায় জেলা প্রশাসনের সাবেক নাজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বরগুনার আমতলীতে পুলিশের অভিযানে ০৩ কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতার তানোর পৌর: ৬নং ওয়ার্ডে আদিবাসী পাড়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এতিমের টাকা আত্মসাৎ ও জাতীয় পতাকার অবহেলা (প্রথম পর্ব) বিভিন্ন অনলাইন জুয়ার কালো থাবায় আকৃষ্ট হচ্ছে ডিমলার তরুণ প্রজন্ম

বাউফলে আদালতের স্থিতিবস্থা অমান্য করে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বিজ্ঞ আদালতের স্থিতিবস্থা অমান্য করে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে শহিদুল ইসলাম ও কাকলি বেগমের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে। এব্যাপারে মামলার বাদী মোঃ জসিম উদ্দিন গং লিখিত অভিযোগ করে জানান, ২০১২ সালে কালাইয়ার বাড়িতে ঘর তোলার সময় আমাদের ভিটির জমি যদি আমাদের আপন চাচা কে দেই তাহলে সে আমাদের এই জমি দিবে এই কথা ইউনিয়নের চেয়ারম্যান মনির মোল্লার নিকট স্বীকারোক্তি করে কথা দেন। কিন্তু সেই জমি আমাদেরকে না দিয়ে গোপনে কাকুলি বেগম এর কাছে বিক্রি করে। তাই আমরা মোহাম্মদি আইনে টাকা দাহিলের মামলা করি। যার মামলা নং ৬৭২/২০২১। বিজ্ঞ আদালত মামলার প্রেক্ষিতে ওই বিরোধীয় জমিতে স্থিতিবস্থা জারি করেন। জারির সেই নোটিশ আদালত থেকে বাউফল থানায় পাঠান এবং এএসআই এনায়েত হোসেন সেই নোটিশ কাকলি বেগম গং ও শহিদুল ইসলামের কাছে পাঠানো হয়। কিন্তু সেই স্থিতিবস্থা অমান্য করে গত সোমবার ১৩/০১/২৫ তারিখে বাড়িতে আমরা কেউ না থাকা অবস্থায় তারা জমি দখলে নেওয়ার জন্য টিনের দুচালা ঘর তোলেন।

বাদী মোঃ জসিম উদ্দিন গং আরও জানান, এদিকে ঘর তোলার কথা শুনে ঘটনাস্থলে গেলে তারা আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে সরিয়ে দেয়। পরে এব্যাপারে বাউফল থানাকে জানানো হয়েছে। তাই আমরা তাদের বিচার দাবি করছি।

স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম তার জমি তার ভাতিজাদের কাছে বিক্রি না করায় শুনেছি ভাতিজারা ওয়ারিশ আইনে মামলা করেছেন। এখন শুনলাম বিজ্ঞ আদালত স্থিতিবস্থা জারি করেছে। তা অমান্য করে বিরোধীয় জমিতে ঘর তোলা ঠিক হয়নি।

জমি ক্রয়কারী কাকলি বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি জমিটুকু আজ থেকে ৫/৬ বছর আগে জমির মালিক শহিদুল ইসলামের কাছ থেকে ক্রয় করেছি। তবে ঘর আমি তুলিনি, জমিদাতা শহিদুল ইসলাম নিজে উপস্থিত থেকে গত ১৩/০১/২০২৫ তারিখে মিস্ত্রি দিয়ে ঘর তুলেছেন।

এব্যাপারে জানতে চাইলে শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার জমি আমি কার কাছে বিক্রি করবো সেটা আমার ব্যাপার। আমার জমি কাকলি বেগমের কাছে বিক্রি করেছি, তারা ভোগদখল করতে পারেনা বিধায় আমি নিজে উপস্থিত থেকে ঘর তুলে দিয়েছি। আর এখনতো টাকা হলেই ওরকম নিষেধাজ্ঞা আনা যায়। প্রয়োজন হলে আদালত আমার কাছে আসবে!

এবিষয়ে বাউফল থানার এএসআই এনায়েত হোসেন বলেন, আদালতের স্থিতিবস্থা অমান্য করে বিবাদীগন তাদের গায়ের জোরে বিরোধীয় জমিতে ঘর তুলেছেন বিষয়টি অবগত হয়েছি। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved