এম জাফরান হারুন::
পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়নে বেপরোয়া আকারে বেড়েছে মাদক গাঁজা ও ইয়াবা। বেশ কিছুদিন আগে কালাইয়া বন্দরে মাদকের বিরুদ্ধে কমিটি গঠন করে হয়েছিল কয়েকবার মাদক বিরোধী মিছিল। সেই মিছিলে নেতৃত্বও দেন তিনি বলে একাধিক স্থানীয়রা জানান। কিন্তু গোপন সূত্রে জানা যায় কালাইয়া ইউনিয়নে ওই নেছার উদ্দিন চৌকিদারই একজন ইয়াবা সম্রাট। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে গোপনে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছেন।
জানা যায়, ঢাকা থেকে তার বিশ্বস্ত বন্ধু আছেন তারা ইয়াবার চালান সুকৌশলে পাঠিয়ে দেন এবং কালাইয়া বসে বিভিন্ন জায়গায় সেই ইয়াবা গুলো নেছার উদ্দিন চৌকিদার তার পরিবার সহ তার বিশ্বস্ত কয়েকজন বন্ধু মিলে তা ব্যবসা পরিচালনা করে আসছেন। এদিকে সোমবার (২০জানুয়ারি-২৫) বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে বাউফল থানা পুলিশের একটা টিম নেছার উদ্দিন চৌকিদারের বাড়িতে অভিযান চালান।
এসময় ঘর তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা সহ কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে মোঃ নেছার উদ্দিন চৌকিদার (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং ছেলে নাভিল ইসলাম (২০) হাতেনাতে আটক হন।
পুলিশ জানান, নেছার উদ্দিন চৌকিদার ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত ছিলো। পরে ২১০ পিচ ইয়াবা সহ স্ত্রী-পুত্র ও নেছারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ। পরে ওই দম্পতি ও তার ছেলেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।