বরগুনা প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি এই শ্লো-গানকে সামনে রেখে বরগুনায় কৃষির উন্নয়নে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষির উন্নয়নে বিভিন্ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, বরিশাল অঞ্চল (পার্টনার প্রকল্প) সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক। সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মুস্তাফিজুর রহমান।
আলোচনা শেষে অতিথিরা স্থাপিত বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন করেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বস বলেন, এই কংগ্রেসের মূল লক্ষ্য উদ্দেশ্য- কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন ও উন্নত জাত সম্পাসারণ, কৃষিপণ্যের সহজ বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। এছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি টেকসই প্রযুক্তি ও বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন বিষয়ক কলাকৌশল শেয়ার করা।