তপন দাস, নীলফামারী
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন টুপামারী ইউনিয়নের বাজার মৌজাস্থ পুরাতন রেলস্টেশন পাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ পাপ্পু মিয়া (২৮) এবং । মোঃ বুলবুল ইসলাম (৪২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ হেফাজত ও শয়নকক্ষের ব্যবহৃত স্টীলের ট্রাঙ্কের ভিতর হতে কৌশলে রক্ষিত অবস্থায় ১৬৫ (একশত পয়ষট্টি) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট, মোট মূল্য ৬৬,০০০ হাজার টাকা, ০২ টি সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ (দুই) গ্রাম বাদামী ও ধূসর রংয়ের হেরোইন। যার মূল্য ২০,০০০হাজার টাকা। ০১ টি কর্কযুক্ত প্লাস্টিকের ১০০ (একশত) মি.লি.’র অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় ফেন্সিডিল বোতল। যার মূল্য ২০০০/- টাকা পাইয়া আসামীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য যে উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-২১ তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৮(ক)/১৪(ক)/৪১ রুজু করা হইয়াছে।