1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা বাউফলে মাদ্রাসার ব্যবহৃত তালা ভেঙ্গে চেয়ার ও কাগজপত্র তছনছ সহ লাঞ্ছিতের অভিযোগ পাথরঘাটার বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর রাখাইন জনগোষ্ঠীর প্রসারে আমার বিশেষ নজর থাকবে; আসমা আজিজ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৭, মুক্তি পেলেন ৬ জন—স্বামী একা কারাগারে কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা, লটারী ভিসা প্রতারক চক্রের ১ জন গ্রেফতার সিংড়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জনসমাবেশ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

আরিফ হোসেন মোল্লা, বরগুনা

বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় জনসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে অন্তত সহস্রাধিক সর্বস্তরের লোকজন এতে অংশ নেন।
জনসমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হবে।

বক্তারা আরো বলেন, বিগত ওয়ান ইলেভেনের সরকার একটা পক্ষকে রাজনৈতিক সুবিধা দেয়ার মানসে বরগুনার তিনটি আসনকে হীন স্বার্থ চরিতার্থের অপপ্রয়াস হিসেবে দুটি আসন করে। বরগুনার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন ইত্যাদি ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই বরগুনায় তিনটি আসন থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত একটা চক্র তিনটি আসন থেকে দুটি আসন করে বরগুনার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে।
বক্তারা বর্তমান সরকারের নিকট জোর দাবি করে বলেন, বরগুনার তিনটি আসন বহন না করলে বড় ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে অঞ্চলের মানুষ বাধ্য হবে।
জনসমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু, সাংবাদিক মোশাররফ হোসেন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, বরগুনা জেলার আয়তন ১ হাজার ৮৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটার। ছয়টি উপজেলা নিয়ে জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ ৫০ হাজার। স্বাধীনতার পর থেকে বরগুনা জেলায় তিনটি আসন ছিল। বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা-১, পাথরঘাটা ও বামনা নিয়ে বরগুনা-২ এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-৩ আসন গঠন করা হয়েছিল।

কিন্তু ২০০৮ সালের ১০ জুলাই তৎকালীন ১/ ১১ সরকার সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসনকে ভেঙে দুটি সংসদীয় আসনে বিন্যস্ত করে। নতুন করে বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-১ এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়। স্থানীয়দের অভিযোগ, এতে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হয়।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন পুনর্বহাল না করে খসড়া গেজেট প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে ১০ আগস্ট বরগুনা জেলার ১৩০ জন তিনটি আসন ফেরানোর দাবিতে আপিল করেন। আগামীকাল (২৫ আগস্ট) ওই আপিলের শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

বরগুনা জেলা বিএনপির সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, সুষম উন্নয়ন ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে হলে তিনটি আসন পুনর্বহাল জরুরি।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন বলে আমরা বিশ্বাস করি।

সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত জনসমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা এডভোকেট মুরাদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved